বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন তপন কান্তি ঘোষ। রোববার (১৪ মে) অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৮ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
উল্লেখ্য, তপন কান্তি ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৯ সালে তিনি প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ২০২১ সালের ৩০ ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। এর আগে একই বছরের ২ জুন সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান করেন। এ মন্ত্রণালয়ে যোগদানের আগে ৭ জুলাই তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিজনেস/এমএ