২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

ভিসতা-কালের কণ্ঠ ক্রিকেট-ফুটবল বিশ্বকাপ কুইজ জিতলেন যারা

স্টাফ রিপোর্টার || ১৩ মে, ২০২৩, ০১:৩৫ পিএম
ভিসতা-কালের কণ্ঠ ক্রিকেট-ফুটবল বিশ্বকাপ কুইজ জিতলেন যারা


‘ভিসতা-কালের কণ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট-২০২২’ ও ‘ভিসতা-কালের কণ্ঠ বিশ্বকাপ কাতার-২০২২’ কুইজের ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বসুন্ধরা আবাসিক একালায় অবস্থিত দৈনিক কালের কণ্ঠের কনফারেন্স রুমে এই ড্র অনুষ্ঠিত হয়।

‘ভিসতা-কালের কণ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট-২০২২ কুইজ’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন  নারায়ণগঞ্জের আব্দুল ওহাব, দ্বিতীয় হয়েছেন জামালপুরের ফাতেমা বেগম, তৃতীয় হয়েছেন ফেনীর নুরুল আহাদ, চতুর্থ হয়েছেন ডেমরার নাজমা ও পঞ্চম হয়েছেন কুমিল্লার  ইসমাইল। 

এদিকে, ‘ভিসতা-কালের কণ্ঠ বিশ্বকাপ কাতার-২০২২ কুইজ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন নাটোরের আনিসা আনজুম রুহি, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের গণি, তৃতীয় হয়েছেন ঢাকার সুমঙ্গল বড়ুয়া। 


কুইজ প্রতিযোগিতা শেষে ভিসতার এক্সেকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) তানভীর রেজা জিহাদ বলেন, ‘ইলেক্ট্রনিক্স জগতের প্রথম সারিতে থাকতে চায় ভিসতা, সে লক্ষ্যেই ভিসতা তার কার্যক্রম পরিচালনা করছে। অতি স্বল্প মূল্যে সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে ভিসতা পণ্য সরবরাহ করে থাকে।’ তিনি আরও বলেন, ‘দেশব্যাপী ভিসতার প্রচারণা চালানোর অংশ হিসেবে কালের কণ্ঠের সঙ্গে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ভিসতা টিভির রপ্তানি প্রক্রিয়াধীন রয়েছে।’

তানভীর রেজা জিহাদ বলেন, ‘ভিসতা গুগল সার্টিফায়েড এন্ড্রয়েড টিভি, রাউটার, এসি, এন্ড্রয়েড প্রজেক্টর তৈরি করে থাকে। ভিসতায় রয়েছে অভিজ্ঞতাসম্পন্ন ম্যানেজমেন্ট।’

কালের কণ্ঠের সম্পাদক  শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘কালের কণ্ঠ পাঠকদের খেলার সঙ্গে সম্পৃক্ত করতে চায়। যে কারণে পাঠকদের জন্য  এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ধরনের কাজে ভিসতা সম্পৃক্ত হওয়ায় আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভিসতার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতার এসিসটেন্ট ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) নেওয়াজ মোর্শেদ, কালের কণ্ঠের জোনাল ইনচার্জ (মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট) মো. মাসুদ করিম, ডেপুটি ম্যানেজার (মার্কেটং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট) মো. কামরুজ্জামান পান্না প্রমুখ।

ঢাকা বিজনেস/ তারেক/এনই/



আরো পড়ুন