আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা আগামী শনিবার বিকাল থেকে সোমবারের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এদিকে ‘মোখা’ মোকাবিলায় উপকূলীয় জেলা কক্সবাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন ৫ লাখ ৫ হাজার ৯৯০ জন মানুষ।
বৃহস্পতিবার (১১ মে) জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সভায় সভাপতিত্ব করেন।
চট্টগ্রাম-কক্সবাজারে মোখার প্রভাব শুরু হতে পারে শনিবার। সভায় আগামী ১৩ মে সকাল থেকে মেডিক্যাল দল, কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল, স্কাউট দল, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়া, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার নম্বর ০১৮৭২৬১৫১৩২।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি বলেন, ‘দুর্যোগকালীন সময়ের জন্য ২০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল, ৩ দশমিক ৫ মেট্রিক টন টোস্ট বিস্কুট, ৩ দশমিক ৪ মেট্রিক টন কেক, ১৯৪ বান্ডেল ঢেউটিন, ২০ হাজার প্যাকেট ওরস্যালাইন ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।’
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা আগামী শনিবার বিকাল থেকে সোমবারের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
তাফহীম/এইচ