২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ মে, ২০২৩, ১১:৩৫ এএম
দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য: তথ্যমন্ত্রী


 দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রবাসীদের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে।

 বৃহস্পতিবার (১১ মে) যাত্রাবিরতিকালে দুবাইয়ের  স্থানীয় একটি হোটেলে নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন। 

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে  শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে ও দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’

এর আগে বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন