২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ

টাঙ্গাইল সংবাদদাতা || ১০ মে, ২০২৩, ০২:৩৫ পিএম
টাঙ্গাইলে কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ


টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে কৃষকদের মাঝে ২ লাখ ৭০ হাজার টাকার এমডি-২ সুইট জাতের আনারসের চারা  বিতরণ করা হয়েছে। বুধবার (১০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এসব  চারা বিতরণ করা হয়। 

ফিলিপাইন থেকে আমদানিকৃত এই চারা গত বছর দেশে প্রথমবারের মতো  কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ বছর দেশে ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর আওতায় টাঙ্গাইল,

রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার ২৪০ জন কৃষকের মাঝে ২ হাজার ২৫০টি করে চারা বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, প্রতিটি কৃষককে আধা বিঘা জমির জন্য ২ হাজার ২৫০ টি করে চারা বিতরণ করা হয়। এই জাতের আনারস সুস্বাদু, পুষ্টিকর ও মনোমুগ্ধকর সুবাস যুক্ত ফল। এই জাতের আনারসের শেল্ফ লাইফ ৩০ দিন। এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেক সুনাম আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন