ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া সুপার ৮ দলের তালিকা প্রকাশ করেছে ক্রিকোটর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (১০ মে) আইসিসির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে সুপার লিগে আয়ারল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার। তবে কপাল পুড়েছে আয়ারল্যান্ডসহ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলের।
বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় কপাল পুড়েছে আইরিশদের। অন্যদিকে আইরিশদের কপাল পোড়ার দিনে সুসংবাদ পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে আয়ারল্যান্ডকে বাছাইপর্ব খেলেই মূল পর্বে অংশ নিতে হবে।
স্বাগতিক দেশ হওয়ায় ভারতের বিশ্বকাপে সরাসরি খেলা আগেই নিশ্চিত ছিল। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করে বাংলাদেশর। ভারত-বাংলাদেশসহ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে সরাসরি জায়গা করে নেয় আরও ৬টি দল। দলগুলো হলো নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলের। আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় রইলো বাকি দুই। বাকি দুটি দলকে বাছাইপর্ব খেলে উঠতে হবে।
আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে এর বাছাইপর্ব। সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি ৫টি দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
ঢাকা বিজনেস/এমএ