২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



চা বিক্রি করে কাটিয়ে দিলেন ৩০ বছর!

আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া || ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:১২ এএম
চা বিক্রি করে কাটিয়ে দিলেন ৩০ বছর!


কালু মিয়া (৪০)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর এলাকার জাজিসার গ্রামের বাসিন্দা। তিনি কসবা রেলস্টেশন সংলগ্ন এলাকায় চা বিক্রি করেন। সবার কাছে তিনি কালু ভাই হিসেবে পরিচিত। তার চায়ের সুনাম এতটাই ছড়িয়ে গেছে যে, অন্য জেলা-উপজেলা থেকেও চা পান করতে আসেন অনেকেই। 

৮ বছর বয়স থেকে কসবা রেলস্টেশনে তার ওস্তাদের সঙ্গে চা বিক্রি শুরু করেন। যেই বয়সে তার বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা। কিন্তু দারিদ্র্যের জন্য সেটি আর হয়নি। বেঁচে থাকার চেষ্টায় চা নিয়ে ঘুরতে হয়েছে কসবা রেলস্টেশনে। অবশেষে দোকান দিয়ে চা বিক্রি করে সংসারের হাল ধরতে হয়েছে কিশোর কালুকে। 

কালু ভাই বলেন, ৩০ বছর ধরে চা বিক্রি করছি। মাত্র ২০০ টাকা আর কয়েকটি চায়ের কাপ পুঁজি নিয়ে আমি শুরু করেছিলাম চায়ের ব্যবসা। প্রথমে এক কাপ চা বিক্রি করতাম ২ টাকা। এরপর ৩ টাকা, পাঁচ টাকা, এভাবে বাড়তে বাড়তে এখন বিক্রি ১০ টাকায়। 


তিনি এখন প্রতিদিন ৬ থেকে ৭ হাজার টাকা করে চা বিক্রি করেন। খরচ বাদে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয়।

তিনি আরও বলেন, সকালে দোকান করেন না তিনি। প্রতিদিন দোকান চলে বেলা ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত। বড় সসপ্যানে করে মাটির চুলায় একাধারে ৩ ঘণ্টা প্রতিদিন গরম করা হয় আধামণ গরুর দুধ। চায়ের পুরো কাপে থাকে গরুর দুধ, অল্প পরিমাণে দেওয়া হয় লিকার ও চিনি।

কালু তার দুই ছেলেকে চা বিক্রি করেই বড় করেছেন। জীবনের শেষ পর্যন্ত তিনি চা বিক্রি করে যাবেন বলে জানান।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন