২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রবীন্দ্রসঙ্গীত উৎসবে সম্মাননা পাচ্ছেন এনামুল কবীর-লিলি ইসলাম

বিনোদন ডেস্ক || ০৬ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
রবীন্দ্রসঙ্গীত উৎসবে সম্মাননা পাচ্ছেন এনামুল কবীর-লিলি ইসলাম


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। ‘করিসনে লাজ, করিসনে ভয়, আপনাকে তুই করে নে জয়’- রবীন্দ্রনাথের এই বাণীকে সামনে নিয়ে আয়োজিত হবে ‘৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’। উদ্বোধন করবেন জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে এই উৎসবে সম্মাননা প্রদান করা হবে প্রখ্যাত বাদক ও শিল্পী এনামুল কবীর এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলামকে। 

শুক্রবার (৫ মে) সকালে সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও নন্দিত শিল্পী রফিকুল আলমসহ সংস্থার সদস্যরা। দেশে না থাকলেও এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।

আমিনা আহমেদ বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির বিকাশের পথে নানাবিধ প্রতিবন্ধকতা যেন আমাদেরকে বার বার রবীন্দ্রনাথের কাছে নিয়ে যায়। রবি ঠাকুর প্রতিক্ষণ আমাদের জাতীয় ও প্রাত্যহিক বাঙালি জীবনের জন্য প্রাসঙ্গিক। আমরা সুস্থ সংগীত বিকাশে আপনাদের সবার সহযোগিতা কামনা করি।'

তিনি আরও বলেন, 'আমাদের বংশধরদের জন্য একটি সংকীর্ণতামুক্ত সংস্কৃতি রেখে যেতে চাই। সুন্দর সাংস্কৃতিক আগামী গড়ার সংগ্রামে লড়াই করে চলেছি। আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবারের উৎসব। যেখানে আমরা সম্মানিত করতে চাই বাংলা সংগীত বিকাশে কাজ করা দুজন গুণী মানুষকে। তারা হলেন প্রখ্যাত গিটার বাদক এনামুল কবীর ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। আমরা প্রত্যাশা করি আপনারা এই উৎসবের সঙ্গে থাকবেন।’    

সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া জানান, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১২-১৩ মে দুই দিনের ‘৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ হবে। এতে দুই গুণী শিল্পীকে সম্মাননা দেওয়ার পাশাপাশি থাকবে রবীন্দ্রনাথের গান ও কবিতাকে ঘিরে নানা আয়োজন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন