১৮ মে ২০২৪, শনিবার



শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বুদ্ধের শিক্ষা অনুসরণ প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বুদ্ধের শিক্ষা অনুসরণ প্রয়োজন: প্রধানমন্ত্রী


হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন ও মূল্যবোধের অবক্ষয় রোধে বুদ্ধের শিক্ষা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আজকের পৃথিবীতে গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।’ বুধবার  (৩ মে) ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি  এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘লোভ, দ্বেষ, লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ তার জীবন ও কর্মের মাধ্যমে মানবজগৎকে আলোকিত করেছেন। তিনি ছিলেন সত্য ও সুন্দরের আদর্শে উজ্জীবিত। মানুষের কল্যাণে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বুদ্ধ প্রচার করেছেন অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী। হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন, মূল্যবোধের অবক্ষয় রোধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আবহমান কাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর, মুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বৌদ্ধ ধর্মাবলম্বীগণও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন