২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির বিশেষ নির্দেশনা

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ এপ্রিল, ২০২৩, ০১:৩৪ পিএম
এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির বিশেষ নির্দেশনা


এবছর ২০২৩ সালের এসএসসি, দাখিল ও  ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত । তারই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন এলাকায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা  চলাকালে বিশেষ নির্দেশনা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ।

শুক্রবার (২৮ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চত করেছেন।

আদেশে জানানো হয়েছে, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে  পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবছর খুলনা মেট্রোপলিটন এলাকার ৩২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিজনেস/রেজাউল ইসলাম/এমএ



আরো পড়ুন