সাদিয়া মাহজাবিন খান; একজন মডেল, অভিনেত্রী। সঠিক গ্রোমিং ও দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় তিনি নিজের অঙ্গনে প্রতিষ্ঠিত।
বাবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলেগাতি গ্রামে, যদিও তার জন্ম ঢাকাতেই। তার পিতা মোহাম্মদ সারোয়ার হোসেইন সেনাবাহিনীতে কাজ করেছেন। তার মাতা সালমা হাজান গৃহবধূ।
সাদিয়া সদালাপী, বন্ধুবৎসল ও কাজের প্রতি বেশ মনোযোগী। তিনি কাজ করেন বেছে বেছে।
দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। ঢাকা ন্যাশনাল থিয়েটার, শিল্পকলা একাডেমি, অ্যাক্টরস ইক্যুইটি; নানা জায়গায় নিয়মিত কাজ করছেন তিনি। এরইমধ্যে তিনি ২০টি ড্রামা সিরিয়াল, ২০টি খণ্ডনাটক এবং ৫টি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল বা টিভি বিজ্ঞাপন)-এ কাজ করেছেন। উপস্থাপনা করেছেন এটিএন বাংলায়। কাজ করেছেন বাংলাভিশনসহ অন্যান্য টিভি চ্যানেলে।
স্কেটিং, ভ্রমন বা ট্রাভেলিং, বই পড়া, বাগান করা ইত্যাদি তার শখ।