ফ্রান্সের মার্সেই নগরীতে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে। রোববার (৯ এপ্রিল) একটি বিস্ফোরণের পর এই দুটি ভবন ধবে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে ১০ জন আটকাপড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা’র বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ভবন দুটি ধসে পড়ে। এতে ভবনগুলোয় আগুন ধরে যায়। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে। এতে আরও বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ধারণা করছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ জন আটকা পড়ে আছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবন দুটির ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৬ জনকে চিকিৎসার পর রিলিজ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় আরও প্রায় ৩০ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সমবেদনা প্রকাশ করেছেন।
ঢাকা বিজনেস/এনই/