২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



ঈদে নেই মিমের সিনেমা

বিনোদন ডেস্ক || ১০ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ এএম
ঈদে নেই মিমের সিনেমা


হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তার অভিনীত 'পরাণ' ও 'দামাল' বক্স অফিসে হিট। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে তো বটে, মিমের ক্যারিয়ারেও সেরা ব্যবসাসফল সিনেমা ছিল 'পরাণ'।  কিন্তু, এবারের ঈদে মুক্তি পাচ্ছে না মীম অভিনীত কোনো সিনেমা।  

অবশ্য কুরবানি ঈদে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওটিটি প্ল্যাটফরম হৈ চৈ’র জন্য তৈরি করা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ ওয়েব সিরিজটি প্রচারে আসবে ওই সময়। 

কলকাতায় সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটিও কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মীম। এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। তাই রোজার ঈদে আপাতত সিনেমা বিষয়ক কোনো ব্যস্ততা নেই এ নায়িকার। জানিয়েছেন, অবসরের এ সময়টা কাটাতে চলতি মাসের মাঝামাঝি সপরিবারে ভারত যাবেন। 

মিম বলেন, ‘ঈদে আমার কোনো সিনেমা নেই। যেহেতু নাটকেও অভিনয় করি না, তাই কোনো নতুন নাটকেও দেখা যাবে না। তবে আশা করছি, আগামী কুরবানির ঈদ হবে আমার জন্য উপভোগ্য।’

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন