২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইরানে হিজাবহীন নারীদের শনাক্তে গোপন ক্যামেরা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ এপ্রিল, ২০২৩, ১২:৩৪ পিএম
ইরানে হিজাবহীন নারীদের শনাক্তে গোপন ক্যামেরা


হিজাব না পরা নারীদের শনাক্ত করতে জনবহুল স্থানে গোপন ক্যামেরা বসানো করেছে ইরান। শনিবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে প্রকাশ হওয়া পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত এসব ‘স্মার্ট ক্যামেরা আর অন্যান্য যন্ত্র’ ব্যবহার করে হিজাব না পরা নারীদের শনাক্ত করা হবে। রোববার (৯ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পুলিশ জানিয়েছে, যে নারীরা চুল ঢাকা কাপড় পরবেন না,  তাদের ঠিকানায় প্রথমে  সতর্ক-বার্তা পাঠানো হবে।  পুলিশের দাবি, হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এর ফলে সেটি বন্ধ হবে।

গত বছর হিজাব ঠিকমতো না পরার অভিযোগ তুলে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহশা আমিনিকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মাহশা আমিনির মৃত্যুর ক্ষোভে  ইরানে এখন অনেক নারী হিজাব পরা ছেড়ে দিয়েছেন, বিশেষ করে বড় শহরগুলোতে এই প্রবণতা বেশি ।

পোশাক সংক্রান্ত নিয়ম ভঙ্গ কারণে এর আগেও নারীদের  জরিমানা অথবা গ্রেপ্তারের শিকার হতে হয়েছে। দেশটিতে আন্দোলনের পর এখন কর্তৃপক্ষ নতুন করে নজরদারি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/এনই/



আরো পড়ুন