বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্টের মধ্যে দিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে আলিম দারের যাত্রা শেষ হলো। আজ (৭ এপ্রিল) মিরপুরের মাঠে দুই দলের পক্ষ থেকে গার্ড অব অনার পেলেন পাকিস্তানি এই আম্পায়ার।
আজ ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৭ উইকেটে জয়লাভ করে সাকিব বাহিনী। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে উভয় দলের খেলোয়াড়রা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আলিম দারকে ‘গার্ড অব অনার’ দেন।
এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সম্মাননা পেয়েছেন আলিম দার। টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া কিংবদন্তি তুল্য এই আম্পায়ারের হাতে স্মারক তুলে দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান।
আম্পায়ার হিসেবে ২০০০ সালে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় অভিষেক হয়েছিল আলিম দারের। এর দুই বছর পর আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হন তিনি। এরপর ২০০৪ সালে তাকে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়।
দীর্ঘ আম্পায়ারিং জীবনে ১৪৫ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৬৯ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫৪ বছর বয়সী আলিম। এর মধ্যে ২০০৬ আইসিসি ট্রফি ফাইনাল, ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অন্যতম।
মিরপুরে শেষ ম্যাচেও আলিম দারের সিদ্ধান্ত ছিল সেরা মানের। ম্যাচে তার ৮টি সিদ্ধান্তের রিভিউ চেয়েছিল দুই দলের অধিনায়ক। তবে এর মধ্যে শুধু সাকিবের বলে একটি সিদ্ধান্ত বদল হয়েছে, বাকি ৭টিই বহাল থেকেছে। যার মধ্যে মাত্র একটি ছিল আম্পায়ার্স কল।
আলিম দার অবশ্য এখনই আম্পায়ারিং ছেড়ে দিচ্ছেন না। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে তিনি আম্পায়ারিং করতে পারবেন। আম্পায়ারিংয়ের বাইরে লাহোরে একটি একাডেমি গড়ে তুলেছেন তিনি। সেখানে ভবিষ্যতের আম্পায়ার তৈরি করবেন এই তারকা।