২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে মেহমানখানা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || ০১ এপ্রিল, ২০২৩, ০৬:৩৪ এএম
রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে মেহমানখানা


রমজান উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোজাদারদের জন্য মেহমানখানার ব্যবস্থা করা হয়েছে।

শাখা ছাত্রলীগের উদ্যোগে মেহমানখানায় সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হবে। ক্যাম্পাস ছুটির আগ পর্যন্ত চালু থাকবে এই মেহমানখানা।

গত ২৯ মার্চ থেকে চালু হওয়া এ মেহমানখানার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল হাছান রিয়েল সরকার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম মেহেদী শ্যমল, উপ-প্রচার সম্পাদক আহমেদ ইমতিয়াজ ফয়সাল, ছাত্রলীগ নেতা হিমেল মাহমুদ, শান্ত সাজ্জাদ, নাফিজ আহমেদ ইমন প্রমুখ।  

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আয়োজনটি খুব ভালো হয়েছে। এতে অসহায়দের উপকার হলো। 

এক পরিছন্নকর্মী বলেন, এই আয়োজনে আমার জন্য খুব ভালো হয়েছে। আমি প্রতিদিন এখান থেকে ফ্রিতে ইফতার নিতে পারছি। আমি দোয়া করি যে  আমাগার জন্য এই আয়োজন করেছে।

একজন পথচারী বলেন, আজ এই ব্যবস্থা থাকায় পথের মধ্যে ইফতারের সময় হলেও সুন্দরভাবে করতে পারলাম। এ জন্য আয়োজকদের ধন্যবাদ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়েল সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে আমরা যেনো ইফতার পার্টির আয়োজন না করি। সেই জন্য মাহে রমজান সামনে রেখে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমার এ ক্ষুদ্র প্রয়াস। আর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা কোনো ইফতার মাহফিল না করে এ উদ্যোগ গ্রহণ করেছি।

আসলাম/এম



আরো পড়ুন