২৬ জুন ২০২৪, বুধবার



ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক || ২২ জানুয়ারী, ২০২৩, ০৮:৩১ পিএম
ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত


ব্রাজিলের সেনাপ্রধান জুলিও সিজার দা আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুলা ইনাসিও দা সিলভা তাকে বরখাস্ত করেন। দেশটির রাজধানীতে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের দাঙ্গার দুই সপ্তাহ পর রোববার (২২ জানুয়ারি) আরুদাকে বরখাস্ত করা হয়। বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে লুলা নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা না করলেও ব্রাজিলের সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশ অনুসারে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে জেনারেল জুলিও সিজার দা আরুদাকে সরিয়ে দেয়া হয়েছে।  

প্রেসিডেন্ট লুলা বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যদের যোগসাজশ রয়েছে।’ তিনি সাম্প্রতিক দিনগুলোতে দেশটির কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

এর আগে, গত ৮ জানুয়ারি দেশটির রাজধানীতে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট ভবনে ভাঙচুর চালায়। হামলার পরপরই লুলা সন্দেহ পোষণ করেছিলেন যে, এ ভাঙচুরে দেশটির সশস্ত্র বাহিনীর কিছু সদস্যও শামিল ছিল।   

প্রসঙ্গত, ঘটনার দিন থেকে এখন পর্যন্ত দেশটিতে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন