২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের কারসাজিতে জড়িতদের শাস্তির আহ্বান

স্টাফ রিপোর্টার || ৩০ মার্চ, ২০২৩, ০৬:৩৩ এএম
ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের কারসাজিতে জড়িতদের শাস্তির আহ্বান


ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্য কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তির আহ্বান জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন  থেকে এই আহ্বান জানানো হয়।

ক্যাবের  সহ-সভাপতি এস এম নাজের হোসেন  বলেন,  ‘এক ব্রয়লার মুরগিতে কারসাজি করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র। তাহলে চিনি, সয়াবিন তেলে কত হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে? সরকারের কাছে আমাদের প্রশ্ন।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে আহ্বান জানাবো নিত্যপণ্য কারসাজির সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হোক।   আমরা দেশব্যাপী এই কারসাজি চক্রকে আইনের আওতায় আনতে সমাবেশ করবো। আর যদি বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোষীদের শাস্তি দেয়, তবে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবো।’

কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ-সিপিবি-এর কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি রুহিন হোসেন প্রিন্স মানববন্ধনে সরকারের উদ্দেশে বলেন, ‘টিসিবি স্বল্প মূল্যে যে নিত্যপণ্য দেয়, তা বন্ধ করে দিয়ে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। উৎপাদক ও ক্রেতাদের সুবিদার্থে উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় গঠন করতে হবে। নিত্যপণ্য আমদানির যে সিন্ডিকেট আছে,  সেটি ভেঙে ফেলতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ক্যাবের জেনারেল সেক্রেটারি হুমায়উন কবির, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। 

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন