২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন

বিনোদন ডেস্ক || ৩০ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন


রবি ঠাকুরের সৃষ্ট কাবুলিওয়ালা চরিত্রটির সঙ্গে বাঙালির নস্টালজিয়া নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সময়ের সঙ্গে অনেক অভিনেতাই নিজেকে সাজিয়েছেন কাবুলিওয়ালা ওরফে রহমত খানের চরিত্রে।  তপন সিংহের চোখে কাবুলিওয়ালা ছিলেন ছবি বিশ্বাস। হিন্দিতে দর্শক এই চরিত্রে পেয়েছেন বলরাজ সাহানি ও ড্যানি ডেনজংপাকে।

এবার মিঠুন চক্রবর্তীও পা মিলিয়েছেন এই তালে। সুমন ঘোষের পরিচালনায় কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি, কলকাতায় এসে নিজেই এই ছবির কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন। তবে, মিনি বা অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমার শিরোনাম নিয়েও চলছে আলোচনা। মূল গল্পকে নাকি সমকালীন প্রেক্ষাপটেই সাজিয়েছেন পরিচালক সুমন ঘোষ।

কলকাতা ছাড়াও লাদাখে এই সিনেমার শুটিং পরিকল্পনা করা হয়েছে। গুঞ্জন চলছে, কাবুলিওয়ালার দেশ আফগানিস্তানেও ছবির কিছু অংশের শুটিং হতে পারে। আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কথা বিচার করে প্রয়োজনীয় অনুমতির জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করেছেন নির্মাতারা। সূত্র: আনন্দবাজার 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন