নিখোঁজ হওয়ার প্রায় ২৩ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন ফজিলা খাতুন নেসা (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ মোহাম্মদ জানান, ফজিলা ঝিনাইদহ জেলার বিশায়কহালি এলাকার খাইবার আলীর মেয়ে। তিনি প্রায় ২৩ বছর আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। কীভাবে ভারতে পৌঁছান সেটি স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে আদালেতর নির্দেশে তাদেরকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর পরিচয় শনাক্ত করে ফজিলাকে দেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়।
ফজিলাকে হস্তান্তরের সময় আখাউড়া স্থলবন্দরে তার স্বজনরা ও আগরতলাস্থ বাংলােদেশ সহকারী হাইকিমশনের কর্মকর্তারারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিজনেস/এমএ