২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে এতিমদের সঙ্গে ইফতার করলেন ডিসি-এসপি

টাঙ্গাইল সংবাদদাতা || ২৫ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
টাঙ্গাইলে এতিমদের সঙ্গে ইফতার করলেন ডিসি-এসপি


প্রথম রোজায় টাঙ্গাইলে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি শিশু বালিকার ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। 

সরকারি শিশু পরিবারের (বালিকা) শিক্ষার্থীরা বলেন, আমরা বেশির ভাগ শিশুই রোজা রেখেছিলাম। রোজার প্রথম দিনে আমাদের জন্য জেলা প্রশাসনের ইফতারের আয়োজন অনেক ভালো ছিল। ইফতারে বিভিন্ন ধরনের খাবার ছিল।  

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‌‘রোজার প্রথম দিনেই আমরা এসব সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।’ 

নোমান/এম



আরো পড়ুন