২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রপ্তানিপণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যসচিব

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ১১:৩৩ এএম
রপ্তানিপণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যসচিব


স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তোরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার রপ্তানিপণ্য বহুমূখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে।’ বুধবার (২২ মার্চ) রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যসচিব বলেন, ‘পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল, চামড়া, কৃষি প্রক্রিয়াকরণ,ওষুধসহ কিছু পণ্যের রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি  বলেন, ‘শুধু তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরশীল হয়ে এলডিসি উত্তোরণ চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। আমরা যদি আরও কিছু পণ্য রপ্তানি বাড়াতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।' 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন। বক্তব্য রাখেন  বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু ও মো. মিজানুর রহমান।  সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন