২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

স্টাফ রিপোর্টার || ২২ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
সূচকের সঙ্গে কমেছে লেনদেনও


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ মার্চ) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে। বুধবার ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।

সিএসই সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন