ভেনিজুয়েলার তেলমন্ত্রী তারেক এল আইসামি পদত্যাগ করেছেন। সোমবার (২০ মার্চ) রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। ফরাসি গণমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এল আইসামির সঙ্গে ঘনিষ্ঠ ২ পিডিভিএসএ কর্মকর্তা আন্তোনিও পেরেজ সুয়ারেজ ও জোসেলিত রামিরেজকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তেল শিল্পের তহবিল পরিচালনা করতেন।
এল আইসামি টুইটারে লিখেছেন, ‘পিডিভিএসএ -তে দুর্নীতির বিষয়ে যে তদন্ত শুরু হয়েছে, এরই পরিপ্রক্ষিতে আমি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সমর্থন করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, এল আইসামি ২০২০ সালের এপ্রিল থেকে তেলমন্ত্রী ছিলেন। তিনি সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে সমর্থন করেন।
ভেনিজুয়েলার পুলিশ বলেছে ,কর্তৃপক্ষ দুর্নীতি ও আত্মসাতের সঙ্গে জড়িত থাকতে পারে এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’ একজন বিশিষ্ট আইনজীবী, সন্ত্রাসবিরোধী বিচারক ও একজন মেয়রের পাশাপাশি আটক ব্যক্তিদের মধ্যে বিধায়ক হুগবেল রোয়াও রয়েছেন।
ঢাকা বিজনেস/এনই