২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সালমান খানকে ‘ঝটকা’ মারার হুমকি

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ মার্চ, ২০২৩, ০৬:৩৩ এএম
সালমান খানকে ‘ঝটকা’ মারার হুমকি


বলিউড-তারকা সালমান খানকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে  সামনাসামনি দেখা করার কথা বলা হয়েছে। দেখা না করলে‘ঝটকা’ খাওয়ার হুমকি দেওয়া হয়েছে।  শনিবার (১৮ মার্চ) রাতে ই-মেইলে এই চিঠি এসেছে।  ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হুমকির চিঠি পেয়েছে সালমান খান থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে মুম্বাই পুলিশ  ইমেল পরীক্ষা করে দেখছেন।  ই-মেইল পাঠানো হয়েছে মোহিত গর্গ নামে একজনের অ্যাকাউন্ট থেকে। 

ই-মেইলে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাই কথা বলতে চায় সালমানের সঙ্গে। কিছু হিসাব চুকাতে হবে। কথা হবে মুখোমুখি। এখনো সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাবো না। তখন শুধু ঝটকা দেবো।’

শনিবার রাতে এই ই-মেইল  আসার আগে সালমানকে নিয়ে একটি  সাক্ষাৎকারে দেখা গেছে, লরেন্স সরাসরিই সালমানকে খুন করার হুমকি দিয়েছেন। এমনকি, এ কথাও বলেছেন, সালমানকে খুন করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সিধু মুসেওয়ালা হত্যা মামলায় ইতোমধ্যেই জেলবন্দি লরেন্স।   

জেলে বসেই দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বলেছেন, 'সালমানকে ক্ষমা চাইতে হবে। না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। রাবণের থেকেও বেশি অহঙ্কার সালমানের। ও ভীষণ একগুঁয়ে।'

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন