২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার



'নীরা' রূপে মীম

বিনোদন ডেস্ক || ১৫ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম
'নীরা' রূপে মীম


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 'পরাণ' ও 'দামাল' সিনেমায় বাজিমাত করে জনপ্রিয়তার তুঙ্গে তিনি। সম্প্রতি নিজের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো দেখে বেশ কৌতুহল জেগেছে ভক্তদের মনে। মিম জানান, 'ওটা আমি নয়, নীরা'।

চলতি বছর কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে 'মানুষ' ছবিতে অভিনয় শুরু করেন মীম। সেট থেকে ফিরেই তিনি শুরু করেন ওটিটি প্লাটফর্ম হইচই'এর নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর কাজ। সেটিও শেষ করেছেন তিনি। এবারই প্রথম হইচয়ের সঙ্গে কাজ মিমের। 

এই সিরিজটিতে মীমের চরিত্রের নাম ‘নীরা’। মিম তার চরিত্রের ধারণা দিয়ে বলেন, 'নীরা চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র। কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।' 

অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। এতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন