২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব

ইবি প্রতিনিধি || ০৮ মার্চ, ২০২৩, ১২:০৩ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ বা হোলি উৎসব পালিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা এ উৎসব পালন করেছেন। দিনটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) আবিরের রঙে রঙিন হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের আম বাগানসহ বাংলা মঞ্চ চত্বর।

এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাক–ঢোল বাজিয়ে নেচে গেয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে একে-অপরে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এছাড়া উৎসব উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে।

নাজমুল/এম



আরো পড়ুন