২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে জাপান: রাষ্ট্রদূত কিমিনোরি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে জাপান: রাষ্ট্রদূত কিমিনোরি


বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক না কেন জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ইওয়ামা কিমিনোরি বলেন, কে সরকারে ছিল বা না ছিল সেটা বিষয় নয়। জাপান বাংলাদেশের সব সময় উন্নয়ন সহযোগী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিক‌দের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়ে কাজ করতে চায়।

সচিবালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের মাধ্যমে বাংলা‌দে‌শে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা ব‌লে‌ছিল ম‌স্কো। ত‌বে সেই অবস্থান থে‌কে স‌রে এসে আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, 

আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এছাড়াও রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়।

বৈঠক শেষে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু রাশিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে। তবে এটা খুব বেশি সময় বিলম্ব হ‌বে না।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন,  গত বছর রাশিয়া বাংলাদেশের কাছে ২.২৭ মিলিয়ন গম রফতানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রফতানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারি ও বেসরকারিভাবে সার রফতানির সহযোগিতাও অব্যাহত থাকবে।  



আরো পড়ুন