কক্সবাজারে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কেনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হামিদ।
তিনি জানান, মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পের উৎপত্তিস্থল, যা রাজধানী ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত। ৪ দশমিক ৮ মাত্রার এই কম্পন কক্সবাজারেও অনুভূত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।
তাফহীম/এম