২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বিলম্বিত বিশেষ্য

আল আরেফিন || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
বিলম্বিত বিশেষ্য


তবুও
বলতে পারো বদলে গেছি আমি
বলতে পারো আগের মতো নেই,
বলতে পারো আগেই ছিলাম ভালো
সায় দেবো সব তোমার কথাতেই?


তবে
বদলেছি কি শুধুই একা আমি?
আমিই শুধু আগের মতো নেই?
তুমি এখন আগের চেয়েও ভালো?
প্রশ্ন নয়; ভাবছি কথা তোমার কথাতেই।

তবুও;
ভাবতে পারো খুব স্বার্থপর আমি
ভাবতে পারো ভালো লাগাও নেই,
ভাবতে পারো আমায় অভিনেতা
আমি ঋণখেলাপি; তোমার ভাবনায়।

বিলম্বিত বিশেষ্য
এখন বড্ড একা লাগে
মন হয়ে যায় ভার,
মনে মনে মনটা খোঁজে; মনের মতো মনের মানুষ তার।
এখন বড্ড শূন্য লাগে

দৈন্য দিবস-রাত্রী শিষ্টাচার,
কৃত্রিমতায় অকৃত্রিম থাক; চিত্ত আমার চির-চমৎকার।

এখন বড্ড কষ্ট লাগে
নিঃশব্দে নিস্ব নৃশংস চিৎকার,
গোলাকার গোল ধরণীতলে; বিলিন আমার ব্যর্থ ইশতেহার।

এখন বড্ড চূর্ণ লাগে
পূর্ণ শ্রান্ত স্বয়ং সংসার,
সরবে সাজানো চরাচরে শুনি; স্লোগান নীরবতার।

এখন বড্ড ক্লান্ত লাগে’
জীবন যেন যাবত কারাগার,
স্বাধীন সুখের সখ ফেরারি;  হদিস করি অধীন অংশীদার।



আরো পড়ুন