অনেকেই মনে করেন, জ্ঞানী আর বুদ্ধিমান একই। কিন্তু, জ্ঞানী ও বুদ্ধিমানের মধ্যে কিছু পার্থক্য আছে।
জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার বুদ্ধির অপব্যবহার বা অপপ্রয়োগ করেন না। তারা দূরদর্শী চিন্তা-ভাবনা করেন। তার একটি সিদ্ধান্ত কোথায় কতটুকু প্রভাব ফেলবে সব হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, বুদ্ধিমানরা নিজের স্বার্থে বুদ্ধির অপব্যবহারও করতে পারেন। তাদের চিন্তা-ভাবনা বেশিরভাগ সময়ই স্বচ্ছ হয় না। তার নেওয়া একটি সিদ্ধান্ত অন্যের জন্য ভালো কী মন্দ, তা দেখার দরকার মনে করে না তারা।
জ্ঞানী ব্যক্তিরা সমস্যার উপযুক্ত সমাধান করার চেষ্টা করেন। অন্যকে নিচু চোখে দেখানোর চেষ্টা করেন না। এদিকে, বুদ্ধিমানরাও নিজের মাথা খাটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে, মাঝে মাঝে অন্যকে নিচু করতে কার্পণ্য করেন না।
একজন জ্ঞানী বুদ্ধিমান হলেও কখনো অপকৌশল অবলম্বন করবেন না। জ্ঞানী ব্যক্তি অনেক ভেবেচিন্তে বুদ্ধিমত্তার প্রয়োগ করেন। অন্যদিকে, একজন বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধির অপপ্রয়োগে দ্বিতীয়বার চিন্তা না করার সম্ভাবনাই বেশি।
এককথায়, একজন জ্ঞানী নিশ্চয়ই বুদ্ধিমান হবেন। কিন্তু, একজন বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী নাও হতে পারেন।
ঢাকা বিজনেস/এন/