০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



ক্যাম্পাস
প্রিন্ট

ইবিতে শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ

ইবি প্রতিনিধি || ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
ইবিতে শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের তদন্ত কমিটি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আইন বিভাগের সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের অফিস কক্ষে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুমকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটির সদস্যরা। 

এসময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক রেবা মণ্ডলসহ তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. মুর্শীদ আলম, আলীবদ্দীন খান। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টায় দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। এর আগে প্রক্টরিয়াল বডির গাড়িতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটি আমাকে ডেকেছেন। আমি এসব কিছুই বলতে চাচ্ছি না, আমার সঙ্গে একবার কথা হয়েছে, তারপর আমার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছেন। চার পৃষ্ঠার স্বাক্ষরিত লিখিত বক্তব্য নিয়েছেন।’

ওইদিন রাতে কী ঘটেছিল, সেই প্রশ্নে তিনি বলেন, ‘আমি এসব বলতে চাচ্ছি না, তদন্তের মাধ্যমেই আপনারা এসব জানতে পারবেন। তদন্তের মাধ্যমে যে রিপোর্টটি আসবে, সত্যিটাই বের হয়ে আসবে। স্যার-ম্যাডামরা যে রিপোর্টটি দিবেন বা তদন্তকারীদের ওপর ভরসা করেই তো দেওয়া হয়েছে, সেখান থেকেই সবকিছু জানতে পারবেন।’ 

অভিযুক্ত তাবাসসুম বলেন, ‘তদন্তের স্বার্থে আমি কিছুই বলছি না। সবকিছু আমি তদন্ত কমিটিকে জানিয়েছি। রিপোর্ট জমা দিলে আপনারা সব জানতে পারবেন।’

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। তাদের সাক্ষ্য নিচ্ছি বা সাক্ষাৎকার নিচ্ছি। রিপোর্টে সব জানা যাবে।’

তদন্তেত অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক কাজ করে ফেলেছি। গতকালও আমরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কাজ করেছিলাম।’

নতুন অভিযুক্তদের বিষয়ে তিনি বলেন, ‘এখনো কাজ চলছে, কে অভিযুক্ত সেটি তদন্ত শেষেই বলতে পারবো। এখন এটি তদন্তের কারণেই সব বলতে পারছি না।’

হলের সিসিটিভি ফুটেজ না থাকা নিয়ে অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘ওখানের প্রভোস্ট মহোদয়কে আামরা বলেছি যে আপনারা সিসিটিভির ফুটেজ আমাদের কাছে সরবরাহ করেন। তো ওনারা দিতে পারেনি এখনো। ওনারা বলেছিলেন যে ওনারা আইসিটি সেল থেকে টেকনিশিয়ানদের এনে দেখিয়েছেন। তবে কিছু ডিভাইস মনে হয় প্রয়োজন, সেখানে যা উনি জানিয়েছেন। ডিভাইস কেনার জন্য তিনি টাকাও দিয়েছেন, সেটি হয়তো চলে আসবে দু’একদিনের মধ্যে।’

সিসিটিভির কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এসব আমরা জানি না, আমরা শুধু সিসিটিভির ফুটেজ চেয়েছি এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টায় আছি।’   

ইমন/এম



আরো পড়ুন