ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের দোতলায় উপাচার্যের কার্যালয়ের সামনে ভিসিবিরোধী বিক্ষোভ করেন তারা।
জানা যায়, ফারাহ জেবিন ও মিসেস সালাম নামের দুইটি আইডি থেকে মোট ৬টি অডিও ফেসবুকে পোস্ট করা হয়। যাতে উপাচার্যের নিয়োগ সংক্রান্ত কথোপকথনগুলো উল্লেখ রয়েছে। পোস্ট করার পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটো মিজান বলেন, ‘প্রতিটি নিয়োগের সময়ই তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের চেক নেন। এ ছাড়াও এখানকার নিয়োগ বাণিজ্যের টাকাগুলো নিয়ে তিনি কেরানীগঞ্জে একটি ফ্ল্যাট করেছেন।’
ইমন/এম