২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে

বিনোদন ডেস্ক || ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে


বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে এসেছে। ইতোমধ্যেই গানটি নিয়ে তার ভক্তদের মাঝে শুরু হয়েছে মাতামাতি।

সম্প্রতি ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছিলো। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির টাইটেল সং। গানটি গেয়েছেন সোনু নিগম। সুর দিয়েছেন প্রীতম। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী সিনেমা ‘শেহজাদা’র শিরোনাম গানটি পোস্ট করেছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সঙ্গে লিখেছেন গানের কয়েকটা লাইনও। 

এর আগে ‘মুন্ডা সোনা হুঁ ম্যায়’, ‘ছেড়খানিয়া’, ‘মেরে সওয়াল কা’, ‘ক্যারেক্টার ঢিলা ২.০’ গানগুলো মুক্তি পেয়েছে এই সিনেমার। প্রতিটা গানই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন