২৬ জুন ২০২৪, বুধবার



সাউথ আমেরিকান শিরোপা জিতলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩২ পিএম
সাউথ আমেরিকান শিরোপা জিতলো ব্রাজিল


কলম্বিয়ায় অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে রুদ্ধশাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর মধ্যদিয়ে ১২বারের মতো শিরোপার ট্রফি ব্রাজিলের ঘরে উঠলো।

সবশেষ ২০১১ যুব কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। সেবার নেইমার জুনিয়রের হাত ধরে এই কৃতিত্ব অর্জন করেছিল ব্রাজিল। এবার ঠিক এক যুগ পর একই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো ভিটর রোকে-আন্দ্রে সান্তোসরা।

ম্যাচের শুরুটা দারুণ করে ব্রাজিলের যুবারা। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দলই।

অবশেষে ব্রাজিল গোলের দেখা পায় ৮৪তম মিনিটে। ডিফেন্ডার কাইকি ব্রুনোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মিডফিল্ডার আন্দ্রে স্যান্টোস। এতে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত মিনিটে আবারও ব্রুনোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার পেড্রো। ফলে ২-০ গোলে জয় পায় নেইমারের সতীর্থরা।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন