বলিউডের ভাইজান খ্যাত নায়ক সালমান খানের আগামী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’এর সেটে মুক্তি পেয়েছে গানটি। গানের টিজার মুক্তি পেয়েছে আগেই। দর্শকদের মাঝে গানটি নিয়ে তুমুল আগ্রহ রয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রথম গান ‘নইয়ো লাগদা’। এই গান দিয়ে দীর্ঘদিন পরে আবারও জুটি বেঁধেছেন সালমান খান ও হিমেশ রেশমিয়া। নেট দুনিয়ায় গানটি নিয়ে ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। কাশ্মীর এবং লাদাখের অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শুটিং হয়েছে এই গানের।
ইতোমধ্যেই ইউটিউবে গানটির ভিউ হয়েছে ৬ দশমিক ৬ মিলিয়ন। বলাই যায়, সালমান খানের নতুন সিনেমা নিয়ে খুব উত্তেজিত ভক্তরা।
ঢাকা বিজনেস/এন/
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রথম গান ‘নইয়ো লাগদা’। এই গান দিয়ে দীর্ঘদিন পরে আবারও জুটি বেঁধেছেন সালমান খান ও হিমেশ রেশমিয়া। নেট দুনিয়ায় গানটি নিয়ে ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। কাশ্মীর এবং লাদাখের অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শুটিং হয়েছে এই গানের।
ইতোমধ্যেই ইউটিউবে গানটির ভিউ হয়েছে ৬ দশমিক ৬ মিলিয়ন। বলাই যায়, সালমান খানের নতুন সিনেমা নিয়ে খুব উত্তেজিত ভক্তরা।