বলিউডের অন্যতম সুদর্শন নায়ক শাহিদ কাপুরের বিয়ের খবরে মন ভেঙেছিল শেহনাজ গিলের! শেহনাজের জনপ্রিয় চ্যাট শো বলিউড তারকারা আসেন। সেখানে মন খুলে কথা বলেন তারা।
সম্প্রতি শেহনাজের এই চ্যাট শো’তে এসেছিলেন অভিনেতা শাহিদ কাপুর। মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য জীবন তার। তাদের বন্ধুত্ব-প্রেমের রসায়ন বলিউডে নজির গড়েছে। এর পরই শেহনাজ জানান, শাহিদের বিয়ে হচ্ছে শুনে একেবারে মুষড়ে পড়েছিলেন তিনিও। হাসতে হাসতে আরও বলেন, ‘শুধু আমি কেন, কত মেয়ের যে হৃদয় ভেঙেছে তোমার আর মীরার বিয়ের খবরে!’ এমন কথা শুনে বিব্রত শাহিদ বলে ওঠেন, ‘সরি।’
শাহিদের কাছে শেহনাজ জানতে চান, মীরার প্রতি তিনি বিশ্বস্ত কি না! এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে যান অভিনেতা। শাহিদ বলেন, ‘কেন তুমি কি আমায় সন্দেহ করছ? এবার কিন্তু মহা বিপদে পড়ব আমি!’ এই বলে তারা দুজনেই হাসিতে ফেটে পড়েন।
ঢাকা বিজনেস/এন/