২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



‘পুরো ঢাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে’

ঢাকা বিজনেস রিপোর্ট || ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম
‘পুরো ঢাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে’


মানুষের নিরাপত্তার জন্য পুরো ঢাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‌‘রাজধানী ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করছেন। এখানে শান্তি-শৃঙ্খলা রক্ষা সহজ কথা নয়। কিন্তু ডিএমপি ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।’  

মন্ত্রী বলেন, ‘ডিএমপিতে এখন ৫০টি থানা রয়েছে। সব থানায় পুলিশ মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দিতে দিন রাত পরিশ্রম করছে ৩৪ হাজার পুলিশ সদস্য।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর রাজারবাগে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছিল বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অনুষ্ঠানে একই টেবিলে বুলুর সঙ্গে বসেন ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব রহমান, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক জিয়া রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানস্থলে এসে বিএনপির নেতাদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।

এ বিষয়ে বরকতউল্লাহ বুলু গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, জনগণও পুলিশের প্রতিপক্ষ নয়- এই বার্তাটুকু দেওয়ার জন্যই সেখানে আমাদের যাওয়া। আমরা মনে করি, পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং কোনো পক্ষ অবলম্বন না করে জনগণের নিরাপত্তা বিধানে পাশে থাকবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনগণের পুলিশের হিসেবে দেখতে চেয়েছিলেন। আজ পুলিশ সদস্যরা জনগণের পুলিশে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অনেকে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন