২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



মাদারীপুরের শিবচরে বাসচাপায় শিশু নিহত

মাদারীপুর সংবাদদাতা || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
মাদারীপুরের শিবচরে বাসচাপায় শিশু নিহত


মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস চাপায় আলফাজ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) সকালে এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু আলফাজ খান ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আলম খানের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক বলেন, ‘সকালে বাড়ির পাশের এক্সপ্রেসওয়ে পার হয়ে সে সূর্যনগর বাজারের উদ্দেশ্যে আসছিল। এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আমরা লাশ উদ্ধার করি।’ 

মল্লিক/এম



আরো পড়ুন