২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



রাজধানীতে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
রাজধানীতে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর শ্যামপুরের চাঁদনী টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দুপুর ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন