২৩ এপ্রিল ২০২৫, বুধবার



মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম
মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


মব জাস্টিস আর নয়, সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন থেকে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। যদি কারও কোনো অভিযোগ থাকে, তবে তাকে আইনের দ্বারস্থ হতে হবে। অনেক হয়েছে, আর না।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে সম্প্রতি গণ-অভ্যুত্থানের সময় যেসব থানায় হামলা হয়েছিল এবং সেখান থেকে লুণ্ঠিত অস্ত্র গায়েব হয়েছে, সেগুলো এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বর্তমান সরকার একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। তাই আপনারা আমাদের কাছ থেকে রাজনৈতিক চাপ ছাড়াই কাজ করার সুযোগ পাচ্ছেন। আমরা চেষ্টা করছি, চাকরি কিংবা পোস্টিং সংক্রান্ত তদবির এড়িয়ে চলতে। শতভাগ সফল না হলেও, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনুরোধ উপেক্ষা করছি।”

তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেন, “থানার ওসি যেন ঘুষ না খায়—এটা নিশ্চিত করতে হবে। কেউ আত্মীয় বা পরিচিতের নাম ভাঙিয়ে সুবিধা নিতে এলে প্রথমে তাকে চা খাইয়ে বিদায় দিন, দ্বিতীয়বার আসলে পুলিশে দিন। যদি প্রকৃত অনুরোধ থাকে, আমি নিজেই ফোন করব।”

দেশের সবচেয়ে বড় সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “মাদকই এখন প্রধান চ্যালেঞ্জ।” তিনি জানান, অনেক সময় দেখা যায়, ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে মাত্র ৫০০ বোতল উদ্ধার দেখানো হয়—এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

সন্ত্রাসীদের জামিনে মুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়ে উপদেষ্টা বলেন, “অনেক বড় অপরাধীও জামিন পেয়ে যাচ্ছে। আদালত বিবেচনা করে জামিন দিচ্ছেন—এটা আমাদের হাতে নেই। তবে আমাদের আরও সতর্ক হতে হবে।” এ প্রসঙ্গে তিনি আদালতের পাবলিক প্রসিকিউটরদের অধিকতর ভূমিকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



আরো পড়ুন