জীবন যেন ভরা নদীর স্রোত
কান্না-হাসি পাথরছোঁয়ার মতো।
দিন যত যায়, তত পথিক হারায়
স্বপ্নরা যায়-আসে অবিরত।
বালির মতো সময় মিশে যায়
কখনো সে হারায় চেনা পথে
কখনো সে মধুর করুণ সুর,
জীবন ছোটে রহস্যময় রথে।
দুঃখ-সুখে মিলনে-বিচ্ছেদে
মন জানে না, পথিক কোথায় যাবে
তবুও সত্য, আজও বেঁচে আছে
জীবন চলে, স্বপ্ন ফিরে পাবে।