০৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার



শায়েস্তাগঞ্জে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের শুরু

হবিগঞ্জ প্রতিনিধি || ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম
শায়েস্তাগঞ্জে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের শুরু


দেশের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রতিষ্ঠিত হলো ‘শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’। রোববার (২ ফেব্রুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাহিদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ডা. আব্দুল কাদির। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

পল্লব হোম দাস বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, শায়েস্তাগঞ্জে এমন একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণদের শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদেরকে যুগোপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। এই ইন্সটিটিউটটি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো অত্যাধুনিক কোর্স করানো হবে। 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের লক্ষ্য হলো স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তি, উদ্যোক্তা দক্ষতা এবং আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা। এই ইন্সটিটিউটে বেসিক ইংরেজি, বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, রোবোটিক্স ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কোর্স করানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও পল্লব হোম দাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। 



আরো পড়ুন