১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



পুকুর হয়েছে দখলমুক্ত, করতে হবে নান্দনিক: পরিবেশ আন্দোলন

হবিগঞ্জ প্রতিনিধি || ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম
পুকুর হয়েছে দখলমুক্ত, করতে হবে নান্দনিক: পরিবেশ আন্দোলন


হবিগঞ্জ শহরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যত্নের অভাবে পুকুরগুলো বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবেশ আন্দোলনের নেতারা। তারা বলেন, এসব পুকুর রক্ষা হলে সৌন্দর্যের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত জীবনমান ঠিক থাকবে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) তারা পুকুর পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, সম্প্রতি হবিগঞ্জ জেলা শহরের টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি দখলমুক্ত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, নির্বাহী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, খোয়াই রিভার ওয়াটারকিপার বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল।

টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি দখলমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করায় প্রতিনিধিদল জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন, দীর্ঘ অনেক বছর পুকুরটিকে দখলে রেখে ময়লা, আবর্জনা ফেলে এটির অস্তিত্ব বিলীনের চেষ্টা করা হয়েছে। এটি রক্ষায় দীর্ঘ আন্দোলন করতে হয়েছে আমাদের। 

পুকুরটি দখলমুক্ত ও সীমানা চিহ্ন দেওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা বলেন, আমাদের অনুরোধে এই পুকুরটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের স্বনামধন্য সহযোগী অধ্যাপক সুব্রত দাশ একটি নকশা প্রণয়ন করেছেন। ইতোমধ্যে নকশাটি পৌর প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত নকশা অনুযায়ী পুকুরটি খনন ও নান্দনিক পুকুরে পরিনত করলে শহরটিতে নতুন মাত্রা যুক্ত হবে। 



আরো পড়ুন