১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময় সভা

রাবিপ্রবি সংবাদদাতা || ২৩ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম
রাবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময় সভা


প্রথমবারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সম্মেলন কক্ষে পাঁচ বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণী প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শ্রেণীপ্রতিনিধিরা শ্রেণী কার্যক্রম আও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নানান বিষয়, ল্যাব ক্লাসের সমস্যা, ক্যাফেটেরিয়ায় খাবারের দাম সংকোচনে ভর্তুকি চালুকরণ, হলগুলোয় শিক্ষার্থীবান্ধব এবং বাসযোগ্য পরিবেশ তৈরি, বিভিন্ন ক্লাবের প্রস্তাবনা সহ নানা বিষয় উপস্থাপন করে এসব বিষয়গুলোতে নবনিযুক্ত উপাচার্যের সহযোগিতা কামনা করেন।

তার বিপরীতে উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের আলোচ্য সকল সমস্যার সমাধানের ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ধারণা দেন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জটিল ও দীর্ঘমেয়াদী সমস্যাগুলোও অতি সূক্ষ্মতার সাথে সমাধান করার আশ্বাস প্রদান করেন।

এদিকে উপাচার্যের সাথে শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সিএসই বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী রাহুল বিশ্বাস বলেন,  ‘উপাচার্য স্যারের সাথে মতবিনিময় করে আমার খুবই ভালো লেগেছে। এভাবে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য এই আয়োজন অন্যরকম এক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

প্রথম বারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাকে ইতিবাচক ভাবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করেন যাবতীয় বিভাগীয় সমস্যা সমাধানের উত্তম পন্থা হিসেবে ভবিষ্যতেও উপাচার্য এমন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট থাকবেন।



আরো পড়ুন