০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



যাত্রা শুরু ফিনলে সাউথ সিটি শপিং মলের

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:০১ পিএম
যাত্রা শুরু ফিনলে সাউথ সিটি শপিং মলের


শুভ উদ্বোধন হয়ে গেলো ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ফিনলে সাউথ সিটি শপিং মল। বন্দর নগরী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করলো শপিং মলটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের  মেয়র  ডা. এ. এম. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক  মুফাখখারুল ইসলাম, ভূমির স্বত্বাধিকারী  ইঞ্জিনিয়ার মিজাবাহার রহমান ও মাহবুবুর রহমান, ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি  মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক  মোহাম্মাদ আইয়ূব খান, প্রকল্প আর্কিটেক্ট, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর কর্মকর্তারা। 

শাহাদাত হোসেন বলেন, ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রামে এক মাইলফলক সৃষ্টি করলো। বন্দরনগরবাসীর শুধু শপিং-ই নয়,  যেন উন্মুক্ত হলো আন্তর্জাতিক বাণিজ্য হাটও। বিশেষ অতিথি  এম. এ. মালেক বলেন, ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রাম শহরের নতুন দিগন্ত উন্মোচিত করলো। আন্তরিকভাবে এই শপিং মলের সাফল্য কামনা করছি।

বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা আতশবাজি উপভোগ করাসহ শপিং মল পরিদর্শন করেন।

উল্লেখ্য, চট্টগ্রামবাসীর শপিংয়ের নতুন দিগন্ত ফিনলে সাউথ সিটি শপিং মল দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। লোটো, টাইম জোন, রাইজ, শৈল্পিক, এপেক্স, বাটা, বে সুজ, হারলেন, খাদিঘর, অ্যাপ, লি কুপার, জিজি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, ল্যান্ড, সাদিয়াস কিচেন, স্বদেশ পল্লীসহ নানান দেশি-বিদেশি ব্র্যান্ডের সমাহার থাকবে এখানেই।



আরো পড়ুন