০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবিপ্রবি বরণ করলো নবীনদের

আদিত্য চৌধুরী, রাবিপ্রবি || ০৪ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
রাবিপ্রবি বরণ করলো নবীনদের


পাহাড় ও লেকে ঘেরা অপূর্ব মনোরম পরিবেশের মাঝে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়েছে।

সকাল থেকে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় রাবিপ্রবি ক্যাম্পাস। ক্যাম্পাসের আনাচে কানাচে জুড়ে ছিলো পুরাতন ও নবীন রাবিপ্রবিয়ানদের ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিজ নিজ বিভাগীয় ক্লাসরুমজুড়েই সব বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে, ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। দশম ব্যাচের নবীন বরণ তথা ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে ক্লাসরুম সাজসজ্জাসহ নানান দিক পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থীরা।

নবীণ বরণ অনুষ্ঠানে প্রত্যেক বিভাগীয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা। 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. নিখিল চাকমা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নবীনদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগতম জানাই। আমাদের এই ক্যাম্পাস অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় অনেকটা ছোট ও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পাসের নাম লিখে দিতে পারবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায়। আমাদের সংকটের কথা মনে রেখে আমরা যদি পিছিয়ে পরে থাকার প্রবণতাকে আঁকড়ে ধরি এটা আমাদের জন্য ক্ষতি। তাই আমরা সবাই মিলে নতুন বছরে আমাদের পরিবারে তোমাদেরও সামিল করে আস্তে আস্তে সাফল্যের পথে এগিয়ে যেতে চাই।

এরপর বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাসে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তাদের একজন ফরেস্ট্রি বিভাগের ইয়াফিদ সাদমান ভুঁইয়া চান্স পাওয়ার অনুভূতি জানতে চাইলে বলেন, এতদিন পর ক্যাম্পাসে এসে সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। যদিও আজকের উপস্থিতি আমাদের বিভাগে একটু কম, তাও আশা করব আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারবো, তখন ব্যাচের উপস্থিতিও বেশি হবে। আমাদের শিক্ষক ও সিনিয়র যারা আছেন, তারা আমাদের সব কাজে স্নেহসুলভ আচরণের মাধ্যমে চলার পথে সাহায্য করবেন এই আশা রাখি।

উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগসহ পাঁচটি বিভাগ চালু রয়েছে।



আরো পড়ুন