২১ অক্টোবর ২০২৪, সোমবার



‘কানাডায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইন্দো-কানাডিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’

আবুল মনসুর সেলিম, কানাডা থেকে || ২০ অক্টোবর, ২০২৪, ০২:১০ পিএম
‘কানাডায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইন্দো-কানাডিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’


কানাডার সাসকাচ্যুয়ান রাজ্যের প্রিমিয়ার স্কট মো বলেছেন, রাজ্যের কিং সিটি রেজিনায় বসবাসরত ইন্দো-কানাডিয়ানরা বন্ধুত্ব ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছেন। পৃথিবীর অন্যতম শষ্যভাণ্ডার খ্যাত সাসকাচ্যুয়ানে সাফল্যে তাদের অবদান অপরিসীম। 

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইন্দো-কানাডিয়ান বিজনেস গ্রুপের ব্যবস্থাপনায় রেজিনার তারবি সেন্টার হলে আসন্ন এমএলএ নির্বাচনে সাসকাচ্যুয়ান পার্টির প্রার্থীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে  ইন্দো-কানাডিয়ান অনেক নাগরিক উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে রেজিনা মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সিটির বেশিরভাগ কেন্দ্রের প্রার্থী ইন্দো-কানাডিয়ান নাগরিক। 

অনুষ্ঠানে প্রিমিয়ার স্কট মো ছাড়াও উপস্থিত ছিলেন পার্কস, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী লরা রস, রেজিনার মেয়র স্যান্ড্রা মাস্টারস ও দুই বারের এমএলএ মুহাম্মদ ফিরোজ। অন্যদের মধ্যে আসন্ন নির্বাচনে নতুন সাসকাচ্যুয়ান পার্টির প্রার্থী যথাক্রমে সিজার খান, খুশদিল সিং মেহরোক, জসপ্রীত মান্ডার, রিয়াজ আহমদ, লিয়াকত আলীসহ অন্যরা। 

নুষ্ঠানের পরের অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়।




আরো পড়ুন