০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



টানা ৬ দিন বন্ধ থকার পর হিলিবন্দর চালু

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৪, ০১:১০ পিএম
টানা ৬ দিন বন্ধ থকার পর হিলিবন্দর চালু


সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।  হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

ফেরদৌস রহমান বলেন, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি। এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।  তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার কারণে গত বুধবার(৯ অক্টোবর) থেকে  অক্টোবর থেকে সোমবার (১৪ অক্টোবর)  পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। 

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি মো. আরিফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ হিলিবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

 




আরো পড়ুন