২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ০৮ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম
বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর। সোমবার ( ৭ অক্টোবর) বাফুফের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। 

নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র কিনতে পারবেন। জমা দেওয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। বাফুফের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ অক্টোবর। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৯ ও ২০ অক্টোবর সেটি করতে পারবেন। চূড়ান্ত ভোটগ্রহণ হবে ২৬ অক্টোবর।

নির্বাচনকে সামনে রেখে বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান। 

নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।



আরো পড়ুন